◾ নিউজ ডেস্ক 


পৃথিবীর অনেক দেশ বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেটা হতে দিতে চায় না।


ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তরুণ-যুবকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজ হচ্ছে একটা জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কাজেই সেই সমাজটা শিক্ষা-দীক্ষায় সব দিক থেকে উচ্চমানের হবে, আমি সেটাই চাই।’


যুবসমাজই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারবে বলে জানান তিনি।


এ বছর ১১ জনকে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।


শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর অনেক দেশ বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে দিতে চাই না। আমাদের যুবসমাজ মানুষের সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে, নিজেদের আর্থ-সামাজিক উন্নতি করবে এবং পরিবারকে সহায়তা করবে। আজকের যুবসমাজ ২০৪১ সালে সমৃদ্ধ দেশ গড়ার কারিগর। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা যেন আর পিছিয়ে না যায়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’


দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি।


তিনি বলেন, ‘যুবসমাজ দেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে এই দেশের প্রত্যেকটা মানুষ যেন সুন্দর জীবন পায়, আমরা সেই পথে এগিয়ে যাব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024