|
Date: 2023-07-02 07:16:26 |
শ্যামনগরে ঈদুল আযহা উপলক্ষে ইউএস বাংলা এসোসিয়েশনের উদ্যোগে মাংস বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠন ইউএস বাংলার উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির ভেটখালী তাহেরাবাদ নামকস্থানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সামর্থহীন মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয় ৷ শনিবার (১ জুলাই) সকাল ১১ টায় ১১৫ জনের মাঝে মাংস বিতরণ করা হয় ৷
শনিবার (১ জুলাই) সকাল ১১ টায় ১১৫ জনের মাঝে আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠনের অর্থায়নে ইফতেখার মামুদের মাধ্যমে এবং বালাদেশ প্রতিনিধি আব্দুর রশিদের তত্বাবধানে এ মাংস বিতরণ করা হয় ৷
ইউএস বাংলা এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন নামে এ কুরবানী করা হয় ৷ মুসলিম জাতীর প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (স:),
শহীদ আলম, আইরিন পারভীন, দামির আহমেদ, সাজ্জাদ সারোয়ার আহমেদ, রহিমা খাতুন, শাহ মোহাম্মদ জাকির নামে গরুটি কুরবানি করা হয় ৷ বিতরণকালে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও দোয়া কামনা করেন মানবাধিকার কর্মী জিল্লুর রহমান, ইনভেষ্টমেন্ট প্রমোশন সার্ভিস লিমিটেডের হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ আঃ রশিদ,তাহেরপুর মজলিশের সভাপতি আঃ আলিম, সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ । এ সময় স্থানীয় সুধীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুরবানির মাংস পেয়ে আব্দুল আলিম, রহিমা বেগম বলেন, বর্তমানে পরিবারের সদস্যদের তুলনা অনুযায়ী এবার ঈদে মাংস খুবই কম পাওয়া গেছে ৷ এই মাংসটা পেয়ে আমরা খুবই খুশি ৷
মাংস গ্রহীতারা ইউএস বাংলা এসোসিয়েশন (আমেরিকার প্রবাসী বাঙালি সংগঠন)কে ধন্যবাদ জানিয়েছেন ৷
ছবি- শ্যামনগরে ইউএস বাংলা এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভেটখালী মাংস বিতরণ।
© Deshchitro 2024