|
Date: 2023-07-02 12:06:33 |
সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়ার বাড়ির চারপাশে পানি চলে আসায় চার ছেলে-মেয়েকে ছোট নৌকায় অন্যদের বাড়িতে পাঠান। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা বড় ভাই সাতার কেটে পাড়ে উঠলেও তিন ভাই-বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
© Deshchitro 2024