◾দেওয়ান রহমান : লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে "যুগপূর্তি ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩" অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই রোজ শনিবার লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা ড. এনায়েত উল্যা পাটওয়ারী । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহ্সানুল করিম জনি। এছাড়াও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম ভুলু ( সাবেক আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ), বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক রাহুল মজুমদারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।


প্রধান বক্তা ড. এনায়েত উল্যা পাটওয়ারী তার আলোচনায় সংগঠন,সংগঠক এবং নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।   


বিশেষ অথিতির বক্তব্যে মোজাম্মেল হায়দার মাসুম বলেন, “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ছাত্রদের মুখ্য ভূমিকা পালন করতে হবে ”। 

এছাড়াও তিনি সংগঠনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: সাহেদ এবং সঞ্চালনায় ছিলেন ইরতেজা ইকবাল রাহিম সহ শামছুল আলম,ইউনুস আলী,জুয়েল রানা,মাজহারুল ইসলাম ও সুমাইয়া আক্তার।


উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি আশরাফ উদ্দিন রাজেনকে সদস্য সচিব করে নতুন সংগঠন Chittagong University ex student Club এর যাত্রা শুরু হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024