ভালোবাসার কাঙ্গাল
কাজী শামীমা রুবী

কামনা বাসনার মোহ মায়ায় নিমজ্জিত
মরীচিকার হাতছানিতে মন্ত্রমুগ্ধের ন্যায়।
যাকে তুমি পায়ে দলে নির্বিঘ্নে চলে গেছ,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যাকে নিঃসঙ্গতার আঁধারে সুঁপে দিয়েছো,
নিয়ন আলোয় অপেক্ষারত অপলক দৃষ্টিতে
পথচেয়ে আজও প্রেমময়ী উর্বশী তিলোত্তমা।
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

নিঃশব্দে বিশ্বাসের গায়ে ছুরির আঘাত,
হৃদয়ে বইছে ক্ষত বিক্ষত রক্তের গঙ্গা।
নিরবে যন্ত্রণা সয়েছে অন্তঃপুরবাসিনী,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল। 

যার আঁখি জলে তোমার অবহেলা জড়িয়ে,
স্বপনচারিনীর ফিকে হয়ে যাওয়া রঙ্গিন স্বপ্ন।
বিষণ্ণতা দীর্ঘশ্বাসে এঁকেছে জলছবি,
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যার গান তোমার কন্ঠে সুর পায়নি।
বিহাগের রাগে পেয়েছে পূর্ণতা।
নয়নের নোনাজলে হয়েছে ভরাডুবি
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

চাওয়া পাওয়া হিসেব যে কষতে পারেনি,
হৃদ কোষাগারে জমেছে তিরস্কার অবহেলা
আর নিরবে মেনে নেয়া অপমান
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

যার দৃষ্টির সমুখে অন্য হাতে রেখেছো হাত,
অনেক সয়েছে বুক ফেঁটে হয়েছে চৌচির।
সহস্র বার দগ্ধ হয়েছে হৃদে জ্বলছে দাবানল।
সে তোমার ভালোবাসার কাঙ্গাল।

আলেয়া ভেবে যে মরীচিকার পেছনে
প্রতিনিয়ত ছুটে চলেছো দূর্বার গতিতে,
যখন ঘোর কেটে থাকবে নির্বাক হয়ে।
তখন তোমার আপন বলয় রইবে শূন্য হয়ে।
নির্জনতা আর একাকিত্ব হবে তোমার সঙ্গী।
সেদিন অবশেষে রইবে কাছে
একান্ত ই ভালোবাসার কাঙ্গাল।

লেখক  - কবি ও শিক্ষিকা ,
পতেঙ্গা-চট্টগ্রাম । 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024