|
Date: 2023-07-03 05:24:51 |
কক্সবাজারের উখিয়ায় রাতের আধারে বয়োবৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষু দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
আহত ভিক্ষুর নাম শ্রীমৎ ধর্ম জ্যোতি। তিনি হলদিয়াপালং ইউনিয়নের অন্তর্গত মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
রবিবার ৩ জুলাই রাতে এঘটনা ঘটে।
স্থানীয় সন্তোষ বড়ুয়া জানিয়েছেন, রোববার রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে।
আহত ভান্তেকে আশংকাজনক অবস্থায় সকালে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়।
মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন, সকালে পিন্ড নিয়ে গেলে তাঁকে আহত অবস্থায় দেখতে পায়।
তিনি ঘটনা ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও ভান্তের টাকার লোভে দুর্বৃত্ত এ ঘটাতে পারে তিনি এমনটি মনে করেন।
© Deshchitro 2024