কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ১০ মাসের সাজাপ্রাপ্ত হাবিব উল্লাহ (৩৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালীপাড়া এলাকার মকবুল আহম্মদের হাবিব উল্লাহ (৩৯)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার গভীর রাতে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে আত্মগোপনে থাকা ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে হাবিব উল্লাহর বসত-বাড়ি থেকে হাবিব উল্লাহ (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের অভিযানিক দল কর্তৃক ধৃত সাজাপ্রাপ্ত আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিআর নং-৩২৮/১৮, প্রসেস নং-১১৭/২২, এনআই অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায়* মামলা রয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024