কুড়িগ্রামের চর রাজিবপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলগুলোতে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্র মানুষের জন্য ৭৯টি গরু কোরবানী দেয়া হয়েছে। 


ঈদের তৃতীয় দিনে চররাজিবপুর উপজেলার রাজিবপুর ও কোদালকাটি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নে এসব গরু কোরবানী দিয়ে ২৭৬৫টি দরিদ্র পরিবারের মাঝে ২কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। জি ইউ এস, রাজিবপুর এর উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ২৮টি গরু, কাতার রেডক্রিসেন্ট এর আর্থিক সহযোগিতায় ৫০টি গরু ও এহসানুল গ্রুপ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ১টি গরুসহ মোট ৭৯টি গরু কোরবানী দেয়া হয়। 


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ গাজীউল ইসলাম, কাতার রেডক্রিসেন্ট বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ জিন্নাহ ভূঁইয়া (পলাশ), গরীব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক মোঃ আঃ লতিফ, রাজিবপুর, কোদালকাটি, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024