ভাগ্য পরিবর্তনের পালা বদলের উদ্দেশ্যে নিজ মাতৃভূমি ছেড়ে হাজার কিলোমিটার দূরে জীবিকার তাগিদে সুদূর আফ্রিকায় ২০০৪ সালে বাংলাদেশ থেকে আফ্রিকায় পাড়ি জমান ফখরুল   ইসলাম হুমায়ুন (৬৩) । 

৯জুন আফ্রিকায়  নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের কর্মচারী সহ বাসায় আসেন। রাত প্রায় দুটোয় আফ্রিকান নিগ্রো সন্ত্রাসীরা তার কক্ষে ঢুকে দোকানের কর্মচারীকে মারধর করে। প্রাণের ভয়ে রুমে থাকা ফ্রিজের পেছনে লুকিয়ে ছিল ফখরুল ইসলাম হুমায়ন। এতে পা দেখে, সেখান থেকে তুলে এনে মারধর ও গুলি করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যান সন্ত্রাসীরা।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম জানান, নিগ্রো সন্ত্রাসীরা যখন তার পা দেখে ফেলার পর তাকে ধরে এনে মারধর করেন। তখনই সে স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেন। তার পেটে গুলি করে নগদ অর্থ নিয়ে যান। পরে তাকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় আবারও হাসপাতালে স্ট্রোক করে ২৮জুন মৃত্যুবরন করেন।ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন। 

২জুন রবিবার রাতে নিহত ফখরুল ইসলাম হুমায়নের লাশ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। ৩ জুন সোমবার সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরে দাফন করা হয়।

নিহত ফখরুল ইসলাম হুমায়ুন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়ন আবুতোরাব গ্রামের মৃত নুরল্লাহ পাঁচ পুত্র এক কন্য সন্তানের ৩য় পুত্র। তিনি স্ত্রী, দুই মেয়ে এক পুত্র সন্তান রেখে গেছেন। পরিবারে চলছে শোকের মাতম।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024