আজব দুনিয়া

ইমরানুল হাসান। 

শান্তিগঞ্জ সুনামগঞ্জ। 

ভালো কাজে আসবে নাঁধা, 

পথ চলতে থাকবে কাদা।

রাস্তা থাকলে চলবে গাড়ি,

অনেক হবে তারাতাড়ি। 

ভালো-মন্দ যুদ্ধ হবে,

ভুল আছে শুদ্ধ হবে।

চোখের ভিতর সাদা-কালো,

ভোরের শেষেই দিনের আলো। 

করলে বাগান ফুল ফুটে, 

রাতের বেলা চন্দ্র উঠে।

শীতের আরাম পরে কাঁথা,

দূখের সাথে সূখ গাঁথা।

মাছের সাথে থাকবে কাটা,

বড়ই আজব দুনিয়াটা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024