|
Date: 2023-07-03 17:51:37 |
দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির দুই দশক পূর্তি ও ২১ বছরে পদাপর্ন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে দিন ব্যাপী নানা কর্মসুচী পালিত হয়েছে ।
এ উপলক্ষে ৩ জুলাই ( সোমবার ) সকালে নগরীর লাভলেইন এপিক ইত্তেহাদ পয়েন্টে আনন্দঘন নানা অনুষ্টানের আয়োজন করা হয়।এনটিভির স্হায়ী কার্যালয়ে কেক কেটে কর্মসুচীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিট কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে এনটিভির পরিবারকে অভিনন্দন জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন বিগত ২১ বছর ধরে এনটিভি সুস্হ ধারার
সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। ভবিষ্যতেও দেশীয় সংস্কৃতি, কৃষ্ঠি, ঐতিহ্য তুলেধরার পাশাপাশি নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কুষ্ণ পদ রায়,জেলা পিপি এডভোকেট ইফতেখার সাইমুল,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন,সদস্য সচিব আবুল হাসেম বক্কর,চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা,সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্ত্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ,সহ সভাপতি চৌধুরী ফরিদ,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার,বিজিএমইএ, জিপিএইচইস্পাত,এস এ গ্রুফ , চট্টগ্রাম ইনভেষ্টর ফোরাম, ফোরাম, মা ও শিশু হাসপাতাল, মানবাধিকার সংস্হা,পরিবেশ বাচাও আন্দোলন, নারী ও শিশু অধিকার ফোরাম,আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া,বাংলাদেশ লেবার ফেডারেশন,হালকা মোটর চালক সমিতি,এপিক ইত্তেহাদ ব্যবসায়ী কল্যান সমিতি সহ বিভিন্ন প্রতিষ্টান রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন,রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জম্মদিনের শুভেচ্ছা জানান।
এর আগে সোমবার সকালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় মাস্ক ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন .শেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক শাহ , ও সময় এনটিভির স্পেশাল করেসপন্ডেট শামসুল হক হায়দরী সাধারন মানুষের হাতে মাস্ক, টি শার্ট,ও গাছের চারা তুলে দেন।পরে নগরীর লাভলেইনে এনটিভির স্হায়ী কার্যালয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জম্মদিনের শুভেচ্ছা জানান।
© Deshchitro 2024