|
Date: 2023-07-04 07:29:15 |
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৭৫ বস্তা ভারতীয় চিনিসহ ০১ জন গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৭/২০২৩ খ্রি. রাত ০৯:৪৫ ঘটিকায় জগন্নাথপুর থানাধীন হবিবনগর সাকিনস্থ তালুকদার কলোনীর সামনের রাস্তায় পৌছামাত্র একটি পিকআপ ভ্যান হতে ০২ জন ব্যক্তি নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় শংকর রায় (৪৭), পিতা-মৃত ধীরেন্দ্র লাল রায়, সাং-খাগাউড়া, থানা- নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং ও থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন এবং অপর ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত আসামির হেফাজতে থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৫০ কেজি করে ৭৫ বস্তায় মোট ৩৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) এবং আটককৃত পিকআপ ভ্যানটি উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্তে কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে পলাতক আসামির নাম ঠিকানা জানে না বলে জানায়। ধৃত আসামিসহ পলাতক আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিকে যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024