|
Date: 2023-07-04 08:26:00 |
কুড়িগ্রামের রাজারহাটে পিক-আপ ভ্যান ও ইজিবাইকের(অটো রিক্সার) মুখোমুখি সংঘর্ষে মোঃ সিরাজুল ইসলাম (৪৪) ও রহিমা বেগম (৩৫) নামের দু-জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার(৪জুলাই) সকালের দিকে রাজারহাট উপজেলার মিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানান, উলিপুর রাজারহাট সড়কের মিলেরপাড় নামক এলাকায় উলিপুরগামী একটি পিক-আপ ভ্যান ও রাজারহাটগামী একটি ইজি বাইকের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি সড়ক থেকে নিচে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই পিক-আপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘাতক পিক-আপ ভ্যানের নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫০১৭। এতে ইজিবাইকে যাত্রী সিরাজুল ইসলাম(৪৪) ঘটনাস্থলেই মারা যায়। সে উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে। আর রহিমা বেগমের বাড়ি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে।
রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান,এ ঘটনায় পিক-আপ ভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© Deshchitro 2024