|
Date: 2022-09-11 14:54:34 |
সাত বছরের শিশু ধর্ষণ, লম্পট গ্রেফতার
জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বিশনোপুর গ্রামের ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজমুল হক (৪৫) কে গ্রেফতার করেন জয়পুরহাট সদর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, সদর থানার ধলাহার ইউনিয়নের বিশনোপুর গ্রামের ডলি পারভীনের বাড়ির দক্ষিণ পাশে তালগাছের নিচে ফসলি জমিতে শিশুটি তার বন্ধুদের সাথে খেলা করতেছিল। এ সময় নাজমুল হক শিশুটি খেলার জিনিস দিয়ে প্রলোভন দেখিয়ে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। তখন শিশু চিৎকার করলে নামজুল শিশুর পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করেন।
শিশুটি কাউকে কিছু বললে মেরে ফেলবে এমন ভয় দেখালে সে কাউকে কিছু বলেনি।
পুনরায় আসামি একই আচরণ করলে ভিকটিম তার মা সহ আত্মীয়স্বজনকে বলে দিলে স্থানীয় লোকজন আসামিকে আটক করে পুলিশ কে খবর দেয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সিরাজুল ইসলাম বলেন, শিশুর পরিবারের মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024