সাতক্ষীরার শ্যামনগরে রাতের আধারে এক ব্যবসায়ীর ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে। এ ঘটনায় ওই পরিবারে নারী শিশুসহ ৬ জন গুরুতর অসুস্থ অবস্থায় শ্যামনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।


এই বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু বলেন, আমি জানতে পেরেছি ঘটনার দিন রাতে সবাই যখন ঘুমের মধ্যে তখন দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা।


শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এই বিষয়ে শুনছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024