রামনাবাদ নদীর তীরে গলাচিপা উপজেলার পৌরসভার খেয়াঘাট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গলাচিপা উপজেলা প্রশাসন। 


মঙ্গলবার ( ৪জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ও গলাচিপা পৌরসভার  বিভিন্ন কর্মকর্তা,  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসার সদস্যরা। 


দিনব্যাপী চলা অভিযানে অস্থায়ীভাবে গড়ে তোলা চায়ের দোকান, ভাতের হোটেল, ফল ও শাক সবজি বিক্রির দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেয়া হয়। এসময় দখলকৃত সরকারি খাস জমি দখল মুক্ত করে সীমানা নির্ধারণ করে পিলারে লাল ফিতা বেঁধে পুতে দেয় প্রশাসন। 


এদিকে উচ্ছেদ অভিযানে ভুক্তভোগীরা পূনর্বাসনের দাবি জানিয়ে বলেন, 


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গলাচিপা খেয়াঘাট সংলগ্ন সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি কমাতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে স্থানটি পাকা করে মোটরসাইকেল ও অটোরিকশা স্ট্যান্ড এবং বৃক্ষ রোপণ করে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে বলেও জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024