|
Date: 2023-07-05 06:14:11 |
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ধামরাই উপজেলার বালিয়া গ্রামের কৃতি সন্তান জনাবা নুরুন নাহার। তিনি ১৯৬৫ সালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার বিবাহ হয় কিশোরগঞ্জ জেলায়। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
গত ২ জুলাই ২০২৩ ইং তারিখে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করেছেন। ডেপুটি গভর্নর পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠতম নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা নুরুন নাহার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর উত্তর ছুটি(পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য তিনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় মহিলা ডেপুটি গভর্নর।
জনাবা নুরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৪ সালে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি লাভ করেন। পেশা জীবনে তিনি দি ইস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।
© Deshchitro 2024