সারা দেশের বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় খাগড়াছড়ির রামগড়ে ৫ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার  (১১, সেপ্টেম্বর) রাত আটটার পর রামগড়  বাজারে শফি কোম্পানি  মার্কেটের ৫টা কাপড়ের দোকানে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।


এসময় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে রামগড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আইন অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করতে বাজার ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024