কুতুবদিয়া সমুদ্র সৈকতে ট্রাক পায় এক মহিলা নিহত হয়েছেন। 


৪ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় সমুদ্র সৈকত থেকে বালু তুলতে যাওয়া একটি মাহেন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হাফছা বেগম (৪০) কে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।


 নিহত হাফছা বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার গফুর বাদশার স্ত্রী।


স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিনধরে নির্বিকারে কুতুবদিয়া সৈকতে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সৈকত ও বেড়ীবাঁধে সৃষ্টি হচ্ছে ভাঙনের । একই সঙ্গে দ্বীপের ঝাউবাগানও পড়েছে হুমকির মুখে।


অসাধু বালু ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে সমুদ্র সৈকতের বালু উত্তোলন করছে। বালু  নিতে যাওয়ার পথে সৈকতে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হাফছা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024