লাখাইয়ে ধর্ষণ সহ একাধিক মামলায় গ্রেফতার -১।



লাখাইয়ে ধর্ষন  সহ একাধিক মামলার আসামী সামছু মিয়া নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় উপজেলার করাব ইউনিয়নের পশ্চিম সিংহগ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এস আই)  বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী মৃত ছায়েদ মিয়ার ছেলে সামছু মিয়া (৪২) কে তার বসত ঘরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে বাদীর দায়ের করা মামলা সুত্রে জানা যায় যে,গত ২৩জুন দিবাগত রাতে আসামী সামছু মিয়া বাদীর বসত ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করলে এ ঘটনায় বাদী তাছলিমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে আসামী কে গ্রেপ্তার করা হয়।  এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার (৫ জুলাই) আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024