◾রাত◾

কবি- শামীম হাসান



পৃথিবীর বুকে রাত নামে

বহু প্রতীক্ষিত সে রাত!

ক্লান্ত পাখি নীড়ে ফেরে,

ঘুমহীন চোখ কুপোকাত।


নব দম্পতি স্বর্গ সুখে

ঝাপটে ধরে তনু দ্বয়, 

ব্যর্থ প্রেমিক অশ্রু সিক্ত

নিদ নাহি তার নেত্রে রয়।


চোরেরা সব উঁকিঝুঁকি 

দিচ্ছে কেবল চারিদিক,

ডাকাতেরা অস্ত্র নিয়ে

চুপটি মেরে আছে ঠিক।


দূর প্রবাসে কপোত বসে

ভাবিছে তার ললনায়,

কপোতী হায় নিদ্রাহীন 

গুনছে যে রাত হতাশায়।


দুঃখী জনে কর্ম করে 

চোখ জ্বলে তার ঘুমে,

বেজায় সুখী মাতাল হয়ে

গিলছে দমে দমে।


দুঃখী মাতায় চিন্তা করে

সংসার চলবে কিসে,

রাতের মতো ভীষণ কালো 

জীবন যে তার ভাসে।


 যুগলপ্রেমের দূর আলাপন

বয়ে চলে নিশি ধরে,

স্বপ্ন সাজায় মিথ্যে আশায়

মৌ বনে কস ঝড়ে। 


নিশি চলে নিয়ম মেনে

ঘুম নাহি সবে যায়,

অন্ধকার এই নিশি চলে

নিদ্রাহীন তায়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024