নোয়াখালীর চরজব্বর থানা এলাকায় ৩টি চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ (তিন) সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (০৫ জুলাই ) দুপুর অনুমানিক সোয়া ১২টার সময় চোরেরা উল্লেখিত চোরাই গরু পাচারের সময় চরজব্বর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন চর আকরাম উদ্দিন সাকিনের নাজিমের মাছের প্রজেক্টের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও জনগণের সহায়তায় চোরাই যাওয়া ০৩টি গরু উদ্ধার সহ চোর চক্রের ৩ (তিন) সদস্যকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত চোর সদস্য ১। এনামুল হক (৫০), পিতা- মৃত মোজাহের উদ্দিন, সাং- চর বায়জিদ ০৯ নং ওয়ার্ড, চরক্লার্ক ইউপি, ২। একরাম হোসেন (৩০), পিতা- আবুল কালাম, সাং- চর আকরাম উদ্দিন ০৮ নং ওয়ার্ড, মোহাম্মদপুর ইউপি, ৩। মোঃ রুবেল (২৫), পিতা- আলা উদ্দিন, সাং- চরলক্ষী ০৫ নং ওয়ার্ড, মোহাম্মদপুর ইউপি, সর্বথানা- চরজব্বর, জেলা- নোয়াখালী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ পরসম্পর যোগসাজসে গত ০২ জুলাই রাতে মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ চাঁন মিয়া এর বসত বাড়ীর গোয়াল ঘর হইতে গরুগুলো চুরি করিয়াছে মর্মে স্বীকার করেন। গরুর মালিক মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ চাঁন মিয়া তাঁহার গরু গুলো সনাক্ত করেন।


চর জব্বার থানার অফিসার ইনচার্জ ওসি দেব প্রিয় বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024