|
Date: 2023-07-05 15:16:31 |
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সাচার বাজারস্থ মদিনা প্লাজার নিচতলায় (ডায়মন্ড হাসপাতালের) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দলীয় কার্যালয় উদ্ভোধন করেন কচুয়ার উন্নয়নের রুপকার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুকুল ইসলামের পরিচালনায় ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও উপজেলা মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক কাজল রেখা প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু ও ইউপি সদস্য কাউসার আহমেদ(সুমন)সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
© Deshchitro 2024