বগুড়ার আদমদীঘিতে ওয়াহেদ আলী ওরফে ধুমশা (৩৪) নামের এক লম্পট কর্তৃক ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নিপীড়ণের শিকারের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ২৭ জুন সকালে উপজেলার করজবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর বাবা সামাজিক ভাবে কোন সুরাহা না পেয়ে ঘটনার ৭ দিন পর মঙ্গলবার ৪ জুলাই রাতে আদমদীঘির করজবাড়ি গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ওয়াহেদ আলী ওরফে ধুমশার বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, গত ২৭ জুলাই মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের ৫ম শ্রেণির ওই স্কুলছাত্রী বাড়ির পাশে জনৈক ব্যক্তির খলিয়ানে খেলাধুলা করছিল। এসময় তার পরশি বড় মা নিজ বাড়িতে ঝাড়– দেয়ার জন্য ছাত্রীকে ডেকে নিয়ে যায়। ঝাড়– দেয়ার সময় তার বড় মা ঋণের কিস্তির টাকা জমা দিতে বাড়ির বাহিরে যায়। এ সুযোগে একই পাড়ার ওয়াহেদ আলী ওরফে ধুমশা বাড়িতে ঢুকে ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন শুরু করে। এসময় ছাত্রীটি চিৎকার দিলে লম্পট ওয়াহেদ আলী ধুমশা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা মিমাংসার কথা বলে একটি মহল কালক্ষেপন ও ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে কোন সুরাহা না পাওয়ায় অবশেষে ছাত্রীর বাবা বাদি হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ওয়াহেদ আলী ধুমশা বাড়িতে না থাকায় ও তার মোবাইল ফোন বন্ধ রাখায় বক্তব্য পাওয়া যায়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024