|
Date: 2023-07-06 06:20:12 |
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য কক্সবাজার সফর করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।
বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ পরিদর্শনে পৌঁছে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন।
এরপর তিনি ১২ নম্বর ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার বিকাল পৌনে ৫টার দিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজার পৌঁছান।
তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা রয়েছেন। তারা বিমানবন্দর থেকে সরাসরি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যান।
প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন।
© Deshchitro 2024