কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এবাদুল্লাহ নামে এক যুবককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উখিয়ার ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।


নিহত এবাদুল্লাহ ওই ক্যাম্পের এ-৭ ব্লকলর সাবমাঝি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ জানান, সকাল ১০ টার দিকে শেডের সামনে দাঁড়ানো অবস্থায় এক অজ্ঞাত যুবক পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি জানান, সন্ত্রাসীরা সচরাচর গুলি করে হামলা চালায়। যেহেতু এটি পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া হয়েছে তাই এটি সন্ত্রাসী হামলা নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না।


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এই ঘটনা ঘটেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024