|
Date: 2023-07-06 08:46:25 |
বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন সামগ্রিক উন্নয়ন ব্যাহত হওয়ার মূলে রয়েছে জেন্ডার অসমতা। তিনি বলেন পরিবেশ ও উন্নয়নের সাথে জনসংখ্যার সম্পর্ক বিষয়টি সমন্বয়ের তাগিদ থেকেই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়ে আসছে।
অনুষ্টানে বক্তব্যে রাখেন কক্সবাজারের সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দীন।
পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024