জয়পুরহাটে হত্যা মামলায় আহসান হাবিব ও ওহেদুল ইসলাম নামে দু'জনের মৃত্যুদণ্ড এবং একই সাথে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ  দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে আহসান হাবিব ও বুদা প্রামানিকের ছেলে ওহেদুল ইসলাম। 

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ  মন্ডল।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের সেপ্টেম্বর  মাসের ১০ তারিখে বিকেলে একই গ্রামের প্রতিবেশী আহসান ও ওয়াহেদুল ইসলাম মোহাম্মদ আলী (১৫) কে ফুটবল খেলা দেখার  কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। পরের দিন ভোরে চকশিমুলিয়া মৌজার আদিবাসী পাড়ার রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। 

পরে নিহতের পিতা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে দীর্ঘ ১৯ বছর পর আজ মামলাটির রায় হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024