শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির সামনে ও প্রবেশ পথে অবৈধভাবে গোলাই কাঠ রাখার দায়ে কামরুল নামে জনৈক কাঠ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন বাউন্ডারির সম্মুখে ও প্রবেশপথে জোরপূর্বক গোলাই কাঠ রাখার ফলে হাসপাতালে আসা রোগীদের যাতায়াতে যানজটসহ যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024