|
Date: 2023-07-06 14:14:29 |
শিবচর থানার বাশঁকান্দি ইউনিয়নে বাজিতপুর লোটাস ক্লাবের উদ্যোগে বিশাল এক ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে হালাল এগ্রো ফার্ম। এ ফার্মের কর্ণধার মোঃ পনির শিকদার দেশচিত্রকে বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ইউনিয়নে প্রচুর টুর্নামেন্ট হতো। এ প্রজন্মের বেশির ভাগ কিশোররা মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ায় এসব টুর্নামেন্ট হয়না বললেই চলে। এসব কিশোরদের খেলার মাঠে ফেরানোর জন্য এ টুর্নামেন্ট ক্ষুদ্র প্রয়াস হিসেবে দেখছে স্থানীয় লোকজন। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় একজন জনপ্রতিনিধি। খেলায় ১৬ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে, এবং টুর্নামেন্টের বিজয়ী, রানার্সআপ পুরস্কার ও প্রত্যেক ম্যাচে ম্যাচসেরা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
© Deshchitro 2024