|
Date: 2023-07-07 09:02:14 |
ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপি'স্থ অনন্য সামাজিকও মানবিক সংগঠন হলো জাগ্রত জালালাবাদ। ইতিমধ্যে নানাবিধ মানবিকও সৃজনশীল কার্য ক্রমের মাধ্যমে উক্ত সংগঠনের নাম বহু দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছে। এহেন কার্য ক্রম অব্যাহতও সাংগঠনিক দক্ষতায় নব কৌশলে কাজ করণের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে আহবায়ক হলেন-মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক মোঃনেছার উদ্দিন, মোহাম্মদ আইয়ুব,
মামুনুর রশিদ, তানভিরুল ইসলাম আইয়ুব,তারেকুর রহমান।
সদস্যবৃন্দ হলেন-এড: মোবারক হোসাইন সাঈদ, আতহার নুর, নাছির উদ্দিন, নুরুল আবছার, ইফতেখার মাহমুদ, আবদুল আলীম, শাহেদ (কাদেরী),নওশাদ উদ্দীন রিজভী, রাগেবুল হক, সিফাতুল ইসলাম সায়েম,আবু হায়াত মোঃ সোহেল, মোহাম্মাদ জুবাইর, সাইফুল ইসলাম, আবু তালেব, মোঃআবদুল্লাহ(মিয়াজী),তারিকুল ইসলাম (তামিম), ইমতিয়াজ আলম (ফাহিম), মোহাম্মদ রুবেল, জসিম উদ্দীন,আজিজুল হক, মোঃ মিজানুর রহমান, আবরার মাহমুদ (অনি), আবছার কামাল, মোহাম্মদ ঈসা প্রমুখ। আহবায়ক কমিটি অদ্য তারিখ হইতে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করণের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন।
© Deshchitro 2024