বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও।


শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুরে মাশরাফির সঙ্গে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।


তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


এদিকে তামিমের বিদায়ের পর গোটা দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চলছে। অন্তত বিশ্বকাপ পর্যন্ত তাকে মাঠে দেখতে চায় পুরো দেশ। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা।


এর মাঝে গতকাল গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও পরবর্তীতে বিষয়টি গুজব বলে তামিমের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছিল। তবে পরদিনই মাশরাফীকে নিয়ে গণভবনে গেছেন তামিম।


মূলত অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।


জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে দুবাই যাবেন তামিম। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। 


•বিস্তারিত আসছে.....

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024