সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছেন ওলামা মাশায়েখ পরিষদ।

৭ জুলাই (শুক্রবার) জুম্মা নামাযের পর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা জামায়েতের সাবেক নায়েবে আমীর আলমগীর হোসাইন, বগুড়া শহর জামায়েতের আমীর আবিদুর রহমান সোহেল এবং শিক্ষক মওলানা আব্দুল হামিদ বেগ।

ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা জামায়েতের সাবেক নায়েবে আমীর আলমগীর হোসাইন বলেন, যারা আল কোরআন অবমাননা করে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোন মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি।
বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশ শহরের প্রধান সড়ক সাতমাথা হয়ে থানা মোড় ঘুরে আবার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে যেয়ে শেষ হয়। এতে জামায়েত নেতাকর্মীসহ প্রায় পাঁচ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024