কক্সবাজার রামু ব্যাটালিয়ন ৩০বিজিবি’র পৃথক অভিযানে ২জন আসামীসহ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করে জানান।


শুক্রবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে ৭,০০০ পিস বার্মিজ ইয়াবা সহ উখিয়ার মরিচ্যা জবান আলী পাড়া এলাকার জাফর আলমের ছেলে খোরশেদ আলম (২৩)কে আটক করা হয়।


অপরদিকে দুপুর সাড়ে ২টার দিকে শ্যামলাপুর হতে বাগেরহাটগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে ১৩,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ট্রাক চালক নুর আলম (৩১) বাগেরহাট জেলার বাগেরহাট থানাধীন চুলকাঠি কনকপুর এলাকার মৃত মোহাম্মদ আলী এর ছেলে কে আটক করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024