|
Date: 2023-07-07 14:31:42 |
শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার কোটবাজার ব্যবসায়ী এবং আলেম ওলামা উদ্যোগে সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটবাজার ষ্টেশনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরিয়ান হাসপাতালের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে নেতৃত্ব দেন রাজাপালং ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও বাংলাদেশ জামাত ইসলামী উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সরোয়ার আলম, উখিয়া উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ আমানত উল্লাহ।
বক্তারা বলেন, সুইডেনের সাথে উন্নত সম্পর্ক ছিন্ন করার জন্য দ্রুত আহ্বান জানান, এবং সুইডেনের সকাল পণ্য বাংলাদেশ থেকে বর্জন করার আহ্বান জানিয়েছেন উখিয়া উপজেলা ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024