|
Date: 2023-07-07 14:37:25 |
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি কর্তৃক মালিকবীহিন ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ বিষয়টি নিশ্চিত করে বলেন।
শুক্রবার (৭ জুলাই) রাত ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এর সার্বিক দিক-নির্দেশনায় বালুখালী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপির ধামনখালী সরোয়ার চিংড়ি ঘের নামক স্থানে মাদক চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি ব্যাগ তল্লাশী করে ১.০৬৬ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয়।
© Deshchitro 2024