|
Date: 2023-07-07 15:51:43 |
পটুয়াখালীর রাঙ্গাবালীতে যাত্রীবাহী খেয়া ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রচণ্ড ঢেউয়ের তোরে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে৷ এতে ট্রলার মালিক অংশীদার সত্য দাস নামের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ৯টায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস বলেন, গলাচিপা থেকে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডাগামী যাত্রীবাহী একটি খেয়া ট্রলার ডুবে গেছে।
ট্রলারটি ঘাসির চর হয়ে বুড়াগৌরাঙ্গ নদীর বৈঠাভাঙা অংশ অতিক্রমকালে ঢেউয়ের কারণে ডুবে যায়। এইসময় ট্রলারটিতে মাঝিসহ তিনজন স্টাফ ও দুইজন যাত্রী ছিল। এই পাচজনের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জেনেছি। আর ট্রলার মালিকনা অংশীদার সত্য দাস নামের একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধারের চেষ্টাও চলছে।
© Deshchitro 2024