"বন্ধুত্ব" হাজার জনের সাথেই হতে পারে

কিন্তু! টিকে থাকে তার সাথেই

যার সাথে মিলে মন-মানুষিকতা।। 

বন্ধুত্ব একটি শব্দ নয়

অনুভূতির গোটা বিশ্ব।

যতোই লুকানো দুঃ'খ ক'ষ্ট থাক না কেন 

একজনের কাছে অন্যজনের সবি স্পষ্ট।।

বন্ধুত্বের সমতুল্য 

প্রেমিক-প্রেমিকাও হয় না।

প্রেমিক-প্রেমিকা ছেড়ে যায়

প্রকৃত বন্ধু কখনোই না।।

নিত্যনতুন বন্ধু তৈরি করা 

খুবই সহজ একটি কাজ

কোনো কঠিন কাজ নয়।

কিন্তু! একটি বন্ধুকে সারাজীবন-

টিকিয়ে রাখাতে পারা 

জীবন যু'দ্ধের সেরা জয়।।

বন্ধুত্বের মুল্য শুধু তারাই জানে

যারা বন্ধু হিসেবে পেয়েছে তেমন কাউকে।

কিংবা নিজে হতে পেরেছে

বন্ধুত্বের ডোরে বেঁ'ধে রাখকু সবাই সবাইকে।।

লেখক: প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ; খুলনা ইউনিভার্সিটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024