|
Date: 2023-07-07 16:23:44 |
একজন ধর্মপ্রাণ মানুষ কখনো অন্য ধর্মের প্রতি বিরূপ আচরণ করতে পারেনা। তাইতো সম্প্রতি সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকার ধর্মপ্রাণ তৌহিদী জনতা।
পিরিজপুর এলাকাবাসীর উদ্যোগে ও ইসলামী যুব সমাজ কল্যাণ ট্রাস্ট এর সদস্যদের সার্বিক সহযোগিতায় শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজের পর পিরিজপুরে জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
বিক্ষোভ মিছিলে ধর্মপ্রাণ মুসল্লীরা বলেন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।ভবিষ্যতে যাতে পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
মুসল্লীরা আরো বলেন, পবিত্র আল কুরআনের সাথে অসম্মানজনক কিছু করলে বাংলার মুসলিম সমাজ ঝাঁপিয়ে পড়বে এবং মুসলমানের সাথে ঠাট্টা মশকরা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
শান্তি ও শৃংখল ভাবে বিক্ষোভ মিছিলটি শেষ করতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ সহযোগিতা করায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামকে ধন্যবাদ জানায় ধর্মপ্রাণ মুসল্লীরা ।
© Deshchitro 2024