|
Date: 2023-07-08 03:32:24 |
বাস এবং সিএনজি তে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।
গত বৃহস্পতিবার ২৯ জুন ঈদু-উল আযহা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ৯ দিন অতিবাহিত হলেও কমে নি পরিবহনের ভাড়া। ঈদের ২ দিন আগ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছ। ঈদ উপলক্ষ্যে ভাড়া বৃদ্ধি যাত্রীরা স্বাভাবিকভাবে নিলেও আজ শুক্রবার (৭ জুলাই) কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছে যাত্রীরা।
কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর সিএনজি ভাড়া ৬০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকা, কিশোরগঞ্জ থেকে ভৈরবের সিএনজি ভাড়া ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০ টাকা আদায় করা হচ্ছে, এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের যাত্রীরা।
কটিয়াদী থেকে নান্দাইল চৌরাস্তার বাস ভাড়া ৬০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকা আদায় করা হচ্ছে। কোন রকম পূর্ব ঘোষনা ছাড়া ভাড়া বৃদ্ধি করায় কোন কোন স্থানে যাত্রীদের সাথে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
কটিয়াদী সিএনজি স্ট্যান্ডে আগত একজন যাত্রী আক্ষেপ করে জানান, এক দিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্য দিকে বাস এবং সিএনজি ভাড়া প্রায় দ্বিগুনের চেয়ে বেশী বৃদ্ধি করা এ যেন মরার উপর খাড়ার ঘা।
অন্য একজন যাত্রী বলেন, দ্রব্যমূল্য, বাস-সিএনজি ভাড়া বাড়ছে কিন্তু আমাদের আয় বৃদ্ধি হয় নি। এতে করে আমাদের জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অনেকে বলেছেন পরিবহন সেক্টরে সরকারী কোন সংস্থার নজরদারী না থাকায় বাস এবং সিএনজি মালিকরা তাদের ইচ্ছে মত ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের হয়রানী করছে।
যাত্রীরা বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস এবং সিএনজি'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলে ভাড়া নিয়ন্ত্রন করা সম্ভব হবে।
© Deshchitro 2024