বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার ব্যাবসা প্রতিষ্ঠানে ৩ নং ওয়ার্ডের মেম্বর নান্না হাওলাদার নাইম নামে এক যুবককে বেধরক পিটায়।
গত ৫ জুলাই মঙ্গলবার সন্ধায় সৈয়দকাঠী ইউনিয়নের একতার হাট নামক স্থানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার ব্যাবসা প্রতিষ্ঠানে ৩ নং ওয়ার্ডের মেম্বর নান্না হাওলাদার নাইম নামে এক যুবককে বেধরক পিটানোর ঘটনা ঘটেছে। অত্র ইউনিয়ন চেয়ারম্যানের সামনে এ রকম ঘটনায় নিন্দা প্রকাশ করেছে এলাকার সচেতন সমাজ
একাধিক সূত্রে জানাগেছে, ৩ নং ওয়ার্ডের মেম্বর নান্না হাওলাদারের ছেলে সৌরভ বালুর লাইন লাগানোকে কেন্দ্র করে নাইম নামক এক যুবককে মারধর করে। এরপর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার মৃধার ব্যাবসা প্রতিষ্ঠানে মেম্বর নান্না ও তার ছেলে চেয়ারম্যানের সামনেই মারধর করে। মারধর ফেরাতে এবং সমাধানের জন্য যারা এসেছে তাদেরই লাঞ্চিত করে মেম্বর নান্না হাওলাদার। এ নিয়ে শুরু হয় তীব্র উত্তেজনা। মারধরে অংশ নিতে আসে জিরাকাঠীর কিশোর গ্যাং সদস্য সহ ১৫-২০জন। ঘটনা স্থলে পুলিশ আসার সংবাদে পরিস্থিতি শান্ত হয়।চেয়ারম্যান
এ ছাড়াও জানাগেছে, মেম্বর নান্না হাওলাদারের ছেলেরা তার বাবার ক্ষমতা বলে স্থানীয় জিরাকাঠী গ্রামে কিশোর গ্যাংদের লিড দেয়। বিভিন্ন সময়ে ই শোনা যায় এদের তান্ডবের কথা। তাই এদের ঠেকাতে প্রশাসনের নজরদারী বৃদ্ধি একান্ত প্রয়োজন।