বগুড়ার আদমদীঘিতে মালবাহী চলন্ত একটি ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৪০) বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮জুলাই) বেলা ১১টায় উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের নিকট এ ঘটনা ঘটে।

আদমদীঘি হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার বেলা ১১টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি মালবাহি ট্রেন ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই অজ্ঞাত ব্যক্তিটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সে জীবিত রয়েছে ভেবে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত আদমদীঘি হাসপাতালের নিয়ে আসেন। এসময় সহাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পড়নে ছিল লুঙ্গি ও গেঞ্জি। এবিষয়ে আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতাল কতৃপক্ষ ওসি সান্তাহার রেলওয়ে থানাকে পত্র দিয়েছেন। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবরটি তিনি পেয়েছেন তবে পত্র পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024