বগুড়ার আদমদীঘিতে পাঁচ বোতল ফেনসিডিলসহ আকাশ সরকার (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৭জুলাই) রাতে উপজেলার সান্তাহার ইর্য়াড কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। আকাশ সরকার ওই এলাকার রাজু সরকারের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকায় জৈনক মোকছেদ সাখিদারের  বসতবাড়ীর টিনশেড একটি ঘরে নিজ হেফাজতে রেখে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আকাশ সরকারকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান,  আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024