সুইডেনে পবিত্র কোরআন শরীফ আগুনে পুড়ে অবমাননার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।৭ই জুলাই শুক্রবার বিকেলে উপজেলার সাচারে ইসলাম ধর্মের মানুষদের আয়োজনে সাচার বাজারের সড়ক প্রদক্ষিন শেষে সাচার পুলিশ ফাঁড়ির সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

সাচার অধ্যাপক ডা. শহীদুল ইসলাম জামে মসজিদের খতিব হাফেজ মোঃ ইউসুফের উপস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাচার বাজার কেন্দ্রেীয় জামে মসজিদের খতিব ও শাজুলীয়া দরবার শরীফের পীরজানা শাহ্ মোঃ নুরুল্লাহ শাজুলী, আল-আকসা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন,সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহেল মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024