মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ৯ জুলাই যুবলীগের 'তারুণ্যের জয়যাত্রা' সমাবেশ সফল করার লক্ষে শনিবার ( ৮ জুলাই) সকাল ১১ঘটায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন। 

উপজেলা যুবলীগের সহ-সভাপতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় 

সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পূর্ণেন্দু দেব, প্রচার সম্পাদক শের জাহান সেজু, আব্দুল বারী বেলাল, ১ নং মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কুটি মিয়া, ৩ নং ডরিমন যুবলীগের সভাপতি আশীষ দেব নকুল, ৫ নং কালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাতগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি হীরালাল কৈরি, সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহমেদ, রাজু দেব রিটন প্রমুখ। 

উক্ত সভায় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগ সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ৯ জুলাইয়ের সমাবেশ সফলের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024