|
Date: 2023-07-08 13:29:10 |
বিএপির পদযাত্রা সফল করার লক্ষে লিফলেট বিতরণ
রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে আগামী ১৪ জুলাই মেহনতী মানুষের পদযাত্রা সফল করার লক্ষে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে এ লিফলেট বিতরণ কর্মসূটি পালন করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহরের রেল গেইট এলাকায় এসে লিফলেট বিতরণের কমর্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাস, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024