|
Date: 2023-07-08 14:45:02 |
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশ সুরক্ষায় কুড়িগ্রামে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা সদরের যতিনের হাট, জিগাবাড়ি ঘাট, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় ৫ শতাধিক বনজ, ফলদ সহ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, এশিয়ান নারী ও শিশু ফাউন্ডেশন ঢাকা মহানগর এর সদস্য মোঃ লিয়াকত আলী দুলাল সহ অন্যান্যরা।
উদ্যোক্তারা জানান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী গাছের চারা বিতরণের অংশ হিসেবে কুড়িগ্রামেও এসব চারা বিতরণ করা হলো।
© Deshchitro 2024