টাংগাইলের ধনবাড়ীতে ৮ জুলাই শনিবার সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা- জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্যা- বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ধনবাড়ী থানা সূত্রে জানা যায় চালক মাগুরা জেলার, শ্রীপুর উপজেলার, রাধানগর-লোহাটা গ্রামের আলম হোসেনের ছেলে এমদাদুল হাসান। ধনবাড়ী থানা পুলিশ জানান ঘটনাস্থল থেকে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান মরদেহ থানায় আনা হয়েছে , তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024