|
Date: 2023-07-08 17:07:27 |
টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় নারী ও শশিুসহ ৫ জন নিহত হয়ছেনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার বিকেল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা এলাকায় কার্ভাডভ্যান ও পিকআপরে সংর্ঘষে ৩ জন, বঙ্গবন্ধু সেতু এলাকায় এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হয়েছে।
নিহতরা হলেন, জলোর গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা গোয়াকড়া গ্রামরে হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। এরা সবাই পিকআপ ভ্যানরে যাত্রী।
এ ছাড়া বাসাইলে মোটরসাইকেলে নিহত শিশু ফারজানা (৩) ফুলকী ইউনয়িনের নোদর পশ্চিম পাড়া গ্রামরে বাদলের মেয়ে।
টাঙ্গাইল জেনারলে হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় র্কমস্থলে যাওয়ার উদ্দশ্যেে একটি পিকআপ ভ্যানে রওনা হন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা চর গোয়াকড়া গ্রামরে হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। পিকআপ ভ্যানটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান তাদরে গাড়টিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনরে মৃত্যু হয়।
তিনি জানান, এ ছাড়া একই মহাসড়কে বঙ্গবন্ধু সতেু এলাকায় বাস চাপায় এক নারী ও বাসাইলে মোটরসাইকল চাপায় ফারজানা (৩) নামের এক শিশু মৃত্যু হয়।
© Deshchitro 2024