ঢাকা বগুড়া মহাসড়কের পারাপারের সময় বাস চাপায়  গঙ্গা রানী (৪৫) নামের এক গৃহবধূ  নিহত হয়েছে। 
নিহত গঙ্গারানী বিশালপুর ইউনিয়নের উদগ্রামের  সুনীল চন্দ্রের স্ত্রী।
রবিবার ৯ জুলাই দুপুর আড়াইটার দিকে  শেরপুর বাসস্ট্যান্ড ওয়ালটন শোরুম এর সামনে এ দুর্ঘটনা ঘটে। 
জানা যায়,  বিশাল পুর থেকে প্রয়োজনীয় কাজে শেরপুর বাস স্ট্যান্ডে আসে।  এ সময় রাস্তার পশ্চিমপাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার  সময় অজ্ঞাত নামা বগুড়া গ্রামে একটি বাস  তাকে চাপা দেয়।  এতে ঘটনার স্থলেই গঙ্গা  রানী নিহত হয়।  এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন চার্জ আব্দুল ওয়াদুদ জানান,  বাস পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024